Akash Jure- Habib Wahid with Lyrics

Mizanul Hasan 2015-07-07

Views 23

►শিরোনামঃআকাশ জুড়ে
►কথাঃএস এ অলীক
►শিল্পিঃ হাবিব ওয়াহিদ

আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই
সকাল-দুপুর-রাত্রি-বিকেল আকাশে তাকাই
ঘোমড়া মুখে বসে থাকো তুমি যে একা
লক্ষীসোনা...তোমার মুখে হাসি দেখতে চাই
তুমি হাসো এক্টুখানি হাসো
তাতে আমি বুঝে নেব অনেক ভাল বাসো।

ওরে আমার পরাণ পাখি
হৃদয় দিয়ে তোমায় ডাকি
একটু খানি আসো
আদরমাখা চাঁদর দেব
বুকের মাঝে জড়িয়ে নেব
তুমি যদি হাসো......
ঘোমড়া মুখে বসে থাকো তুমি যে একা
লক্ষীসোনা...তোমার মুখে হাসি দেখতে চাই
তুমি হাসো এক্টুখানি হাসো
তাতে আমি বুঝে নেব অনেক ভাল বাসো।

ভালবাসা চুপটি করে
বসে আছে এ হদয় জুড়ে
মুখটি করে কালো
তুমি এসে হৃদয় ভরে
আলতো করে হাতটি ধরে
একটু বাসো ভাল
ঘোমড়া মুখে বসে থাকো তুমি যে একা
লক্ষীসোনা...তোমার মুখে হাসি দেখতে চাই
তুমি হাসো এক্টুখানি হাসো
তাতে আমি বুঝে নেব অনেক ভাল বাসো।

Share This Video


Download

  
Report form