গফরগাঁও সরকারি কলেজ নানা সমস্যায় জর্জরিত

Rezowan 2016-12-16

Views 23

মুখ থুবরে পড়েছে ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থা। শিক্ষক, কর্মচারী ও আবাসন সঙ্কটই এর মূল কারন। অরক্ষিত থাকায় একমাত্র ছাত্রাবাসটি পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাস্থলে।

গফরগাঁও পৌর এলাকায় ব্রহ্মপুত্র নদের পাশে প্রায় ৬ একর জমিতে ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতকে পাস ও অনার্সে মোট ৫ হাজার ১শ’৬ জন শিক্ষার্থী রয়েছেন।

দীর্ঘদিন ধরে উপাধাক্ষ্যসহ শিক্ষক ও প্রশাসনিক বেশকিছু শূণ্য রয়েছে। ছাত্রদের জন্য একমাত্র হোস্টেলটি ২৫ বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। ছাত্রীনিবাসে সিট রয়েছে মাত্র ৩৬টি।

এসব সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন অধ্যক্ষ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS