অনেকের Youtube চ্যানেলের সবকটা ভিডিও monetized করা আছে। কিন্তু তারপরেও Videoতে Add চলে না। এই কারনে ওই সব Add এ Click পড়ে না। আমরা জানি Youtube Video তে ভিউ এর চেয়ে Add ক্লিক করলে তাতে বেশি টাকা ইনকাম হয়। কিন্তু Youtube- ইউটিউব ভিডিওতে যদি এড না চলে তাহলে ক্লিক আসবে কোথা থেকে। তাই আজকে আমি আপনাদের কে শিখাবো যে সকল ইউটিউব চ্যানেলে এড না চললে সেটি কি করে সম্যার সমাধান করতে হয়।