বামনী কলেজের নবীন বরণ ও একাডেমিক ভবন উদ্বোধন

Noakhali Times 2017-03-14

Views 65

সোহরাব হোসেন বাবর :: সংবর্ধনা ও ফুল নিতে আসিনি এমনকি মানপত্র নিতেও আসিনি কারন প্রতিটি মানপত্র ও ফুলে রয়েছে এক একটি করে দাবি। আগে মানপত্রে সম্মান ছিল, এখন মানপত্র হল একটি পত্রাঘাত। আমি এসেছি আমার দায়িত্ববোধ থেকে। আমি এ এলাকার শিক্ষক পরিবারের সন্তান, আমি সে ওয়াদা করিনা, যে ওয়াদা রাখতে পারিনা। আজকে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রাণের দাবি বামনী ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা। এই কলেজের সূচনা থেকে প্রত্যেকটি কাজে আমার শ্রম-ঘাম জড়িত। কলেজ জাতীয়করণেও আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। ৮মার্চ বুধবার বেলা ১২টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে অবস্থিত বামনী ডিগ্রি কলেজের নবীন বরণ ও একাডেমিক ভবন উদ্ভোধন অনুষ্ঠানে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথাগুলো বলেন।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS