এই পৃথিবীতে এমন কিছু শহর রয়েছে যেগুলো গড়ে উঠেছিল আজ থেকে কয়েক হাজার বছর আগে। তবে সেই প্রাচীন নগরগুলোর বেশির ভাগই এখন মৃত। তবুও কালের পরিক্রমায় আজও কিছু শহর বেঁচে আছে, বেঁচে আছে কয়েক হাজারের বিচিত্র স্মৃতি বুকে নিয়ে। এরকম দশটি পৃথিবীর প্রাচীনতম জীবিত শহর নিয়ে আমাদের আজকের এই আয়োজন।