Why Getting Govt Job Is Tough।।সরকারি চাকরির এত পড়াশোনা করেও চাকরি হচ্ছে না কেন?

Chiranjit Pal 2020-05-23

Views 3

চাকরি পাওয়ার জন্যে অনেকেই চেষ্টা না করেই প্রাইভেটে চলে যায়, কারণ তাদের ধারণা আছে যে , সরকারি চাকরি ঘুষ ছাড়া পাওয়া যায় না, আবার অনেকে ভাবে যে, সে সাধারণ ছাত্র/ ছাত্রী হয়ে সরকারি চাকরি পাওয়া অসম্ভব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে কোনো কিছুর জন্য যদি পুরোদমে চেষ্টা করে তাহলে লক্ষ্যে পৌঁছানো যায়। এই কঠিন চলার পথে বিভিন্ন বাঁধা আসবে, সেটা অতিক্রম করে এগিয়ে যাওয়াই মূলমন্ত্র হতে হবে। বিজ্ঞান বিভাগের ছাত্র/ ছাত্রীদের চাকরি পাবার সুযোগ অনেক বেশি, কারণ সিলেবাস এর বেশির ভাগটাই তাদের হাতের মুঠোয়, কিন্তু তারাও অনেক ভুল করে, তেমনি কমার্স বা আর্টসের ছাত্র/ ছাত্রীরাও অনেকেই এই বাঁধা পেরিয়ে চাকরি পায়। শুধু দরকার সঠিক গাইডেন্স, হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক। সবাই কোনো না কোনো বিষয় দুর্বল হয় আবার কোনো বিষয়ে শক্তিশালী। দুর্বল বিষয়ে শক্তিশালী হওয়াটা খুব জরুরি, সেটা করতে পারলেই বাজিমাত। আর শক্তিশালী বিষয়কে আরো শক্তিশালী বানাতে হবে। চলার পথে যারা মনে করে সামনের পথ খুব কঠিন তারা নির্দিষ্ট সময় সরে আসে। যারা শেষ অবধি পরে থাকতে পারে তাদের মধ্যে বেশিরভাগ জনের চাকরি হয়। কারোর চাকরি পেতে 1 বছর, কারোর ২ বছর, আবার কারোর ৫ বছর, আবার কারোর ৭-১০ বছর ও লাগতে পারে। যারা এতদিন টিকে থাকে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলে, চাকরি পাওয়া শুধু সময়ের অপেক্ষা, কিন্তু সামান্য কিছু ভুলের জন্য তারা বার বার শেষ পর্যায় আটকে যায়। এটা অনেকটা অপ্রত্যাশিত এবং নিরাশ করে, কিন্তু সেটা সাময়িক, এটা নিজের ওপর কোনো প্রভাব ফেলতে দিলে হবে না। যারা অনেক বছর পড়াশোনা করে তাদের পরীক্ষা পাশ করার সংখ্যাও অনেক বেশি, কিন্তু তাদের ধৈর্য অনেক বেশি। পাড়াপড়শি এমনকি বাবা মাও এই ধৈর্য তে হেরে যেতে পারে কিন্তু নিজে অটল থাকতে হবে। আমার চেনা এমন কিছু মানুষ আছে যারা ৫বছরে একটাও পরীক্ষা পাস করেনি, কিন্তু ধৈর্য হারায়নি এবং শেষ জিত তারই হয়েছে। পড়াশোনা ভালোবেসে করতে হবে, চাকরি পাবার জন্য নয়। টিভিতে সিনেমা দেখার মত করে দেখতে বা পরতে হবে। আমার নিজের আরো অভিজ্ঞতা অন্য ভিডিও তে শেয়ার করবো। আমি নিজে ২৩০+ পরীক্ষা দিয়েছি, ক্র্যাক করা পরীক্ষার সংখ্যা ৫৫+, ১ নম্বরের জন্য চাকরি হয় নি এরকম পরীক্ষা ৬+। বেশিরভাগ পরীক্ষাই কেন্দ্রীয় সরকারের। বর্তমানে আমি রাজ্য সরকারের একটি চাকরি করছি। আপনারা ভাবছেন এত হিসাব আমি কি করে রাখতাম!!!! পড়াশোনার ক্ষেত্রে এভাবেই নিজেকে গুছিয়ে রাখতে হয়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS