বিজয়ওয়াড়া আগুন: কোনো সুরক্ষা ব্যবস্থা নেই করোনা কেন্দ্রে

ANM News 2020-08-09

Views 0

বিধ্বংসী আগুনের কবলে পড়ে বিজয়ওয়াড়ার এক হোটেল যেটিকে করোনা চিকিৎসা কেন্দ্রে পরিণত করা হয়েছিল। কোনো সুরক্ষা ব্যবস্থা নেই সেই স্বর্ণ প্যালেস হোটেলে। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে লাগে আগুন। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে হোটেলটিতে সুরক্ষা ব্যবস্থার ঘাটতি ছিল এবং দ্রুততার সঙ্গে সেটিকে করোনা কেন্দ্রে পরিণত করা হয়। হোটেলটি লোকসানে চলছিল বলে তারা একে করোনা কেন্দ্রে পরিণত করার মাধ্যমেই সেই লোকসান পূরণের চেষ্টা করেছিল। বিল্ডিংটির একদম ওপরের তলায় বেশ কিছু অসহায় মানুষ সাহায্যের আশায় দাঁড়িয়ে ছিল বলে বেশ কিছু প্রত্যক্ষদর্শীদের মত।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS