'দুর্গা রূপে মহিলাদের সম্মান' এর বার্তা দিয়ে নারীশক্তির আরাধনা মোদীর কণ্ঠে!

ProthomUday 2020-10-22

Views 2

খদ্দরের পাঞ্জাবির সঙ্গে মানসই চাদর, এক্কেবারে যেন পুজোর মেজাজে বাঙালির সাজে 'বাঙালি'মোদী ধরা দিলেন এদিন। সঙ্গে ছিল দুর্গাপুজোর স্তোত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বাংলার জীবনে সেই স্তোত্রের ব্যাখ্যা ও তা মেনে বিজেপির কার্যকারিতার তাৎপর্য। এই সমস্ত কিছুই মহাষষ্ঠীর সকালে বাংলা ও বাঙালির প্রতি ভাষণে তুলে ধরলেন মোদী। দেবীপক্ষের আবাহে দেশে নারীনিরাপত্তা ও মহিলাদের নিয়ে বিজেপির অবস্থান এদিন স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS