হনুমান দেখতে গিয়ে একি হলো Madhupur National Park Tangail

Flamingo Lion 2020-11-10

Views 2

মধুপুর জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম একটি জীববৈচিত্র্যপূর্ণ উন্মুক্ত উদ্যান, টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অবস্থিত। ১৯৬২ খ্রিষ্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান ঘোষণা দেয়া হয়। নিসর্গপ্রেমীদের কাছে এই উদ্যান অন্যতম পর্যটন স্থান।
রাজধানী শহর ঢাকা থেকে ১২৫ কিলোমিটার দূরে টাঙ্গাইল এর মধুপুর উপজেলায় অবস্থিত। টাঙ্গাইল জেলা শহর থেকে ময়মনসিংহ যাবার পথে রসুলপুর মাজার নামক স্থানে গিয়ে মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটক বামদিকে দেখতে পাওয়া যায়। ফটকের পাশেই মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জ অফিস ও সহকারী বন সংরক্ষকের অফিস অবস্থিত। সেখান থেকে অনুমতি নিয়ে বনের ভিতর ঢুকতে হয়।[২] এই উদ্যান ১৯৮২ সালের হিসাব অনুযায়ি ৮,৪৩৬ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত হলে। এটি পূর্বের আয়তন থেকে অনেক ছোট হয়ে এসেছে অনেকের মতে এটি প্রায় অর্ধেক। এই উদ্যান মূলত বিস্তৃত শালবনের খানিকটা অংশ নিয়ে গঠিত।
শাল, বহেড়া, আমলকি, হলুদ, আমড়া, জিগা, ভাদি, অশ্বথ, বট সর্পগন্ধা, শতমূলী, জয়না, বিধা, আজুকি/ হারগাজা, বেহুলা প্রভৃতি নানা জাতের বৃক্ষরাজিতে শোভিত এই উদ্যান। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাহাড়ি আলু, শটি আর নাম না জানা বিভিন্ন ধরনের লতাগুল্ম।
এই বন পূর্বে চিতাবাঘ এর প্রিয় আবাস্থল ছিল ও বিস্তৃতিও ছিল বিশাল তবে বর্তমানে বানর, বুনো শূকর, মুখপোড়া হনুমান, হরিণ, মায়া হরিণ, শিয়াল, বন বিড়াল, মেছোবাঘ, বনরুই সহ ৯ প্রজাতির স্তন্যপায়ী; বনমোরগসহ ৩৮ প্রজাতির পাখি, ৪ প্রজাতির উভচর ও কয়েক প্রজাতির সরিসৃপ পাওয়া যায়। বনের ঠিক মাঝখানে লহরিয়া বিট অফিসের কাছে রয়েছে একটি হরিণ প্রজনন কেন্দ্র।
Madhupur National Park is a major and one of the earliest national park in Bangladesh. Madhupur National Park covers an area of 8,436 ha (20,850 acres). The Forest was established as a national park in 1962 but, was officially declared as National park in 1982 under the Bangladesh wildlife (Preservation) Amendment Act of 1947.The park is located at Madhupur Upazila, Tangail District in the North region of the country. It is about 125 kilometres (78 mi) away from Dhaka.The local topography mainly consists of flat topped ridges (Chalas) intrsected by numerous depressions(Baids). The park is easily accessible by the road throughout the year. The park is a famous tourist spot due to the natural and scenic beauty.
The climate is generally moderate. The temperature rises up to 37 °C in May and drops down to minimum 10 °C in January. The park enjoys tropical Monsoon from June to September every year.The soil is loamy, clay and sandy loam at various places. The altitude rises to 15 m (49 ft)above mean sea level.
The general walk in the forest is easy due to the flat terrain. About 40% of the forest area is covered with Sal (Shorea robusta) trees. Madhupur forests are considered one of the best sal forest in entire Bangladesh. The sal trees grow in association with Dillenia pentagyna, Lagerstroemia parviflora, Adina cordifolia, Miliusa velutina, Lannea grandis, Albizia spp., Bauhinia variegata, Spondias mangifera, Butea frondosa and Barringtonia acutangula. The undergrowth is shrubby which includes Eupatoriun odoratum, Pennisetum setosum, Asparagus racemosus and Rauwolfia serpentina. Plantations of Teak Tectona grandis, Cassia

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS