Narendra Modi Defends Farm Laws In Mann Ki Baat: কৃষি আইনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

LatestLY Bangla 2020-11-30

Views 3

Narendra Modi Defends Farm Laws In Mann Ki Baat In Bengali: পাঁচদিন হয়ে গেল জারি কৃষক আন্দোলন (Farmers\' Protest)। দিল্লিতে কৃষি বিলের বিপক্ষে এককাট্টা হয়েছেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের হাজার হাজার কৃষক। দিল্লির রাজপথ দখলে পুলিশ, ব্যারিকেড, জলকামানেও আটকানো যায়নি কৃষকদের। এই আইন বাতিলের বিরুদ্ধে অটল কৃষকেরা। পুঁজিপতিদের হাতে জমি দিতে নারাজ কৃষকেরা। এরই মধ্যে কৃষকদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন ৩ ডিসেম্বরের মধ্যে আন্দোলনের জায়গার পরিবর্তন করলে আলোচনা করবেন। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি কৃষকেরা। অর্থাৎ দিল্লি-হরিয়ানা সিংঘু সীমান্তে তারা এই আন্দোলন জারি রাখবে। ফলে ছবিটা বেশ পরিষ্কার এই আন্দোলনের সময় আরও বাড়তে চলেছে।

#MannKiBaat #FarmersProtest #LatestLYBangla

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS