বিজেপির ইউটিউব চ্যানেল থেকে হঠাৎ উধাও নারদা স্টিং অপারেশনের (Narada Sting Operation) ভিডিও। তাও আবার শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরই। যুব তৃণমূল সভাপতি শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার ভিডিও দেখিয়ে এতদিন রাজ্য রাজনীতিতে আলোড়ণ ফেলে দিয়েছিল বিজেপি। রবিবার তুমুল বিতর্কের মধ্যে সেই ভিডিও ডিলিট করে দিয়েছে বিজেপি বলে অভিযোগ উঠেছে। এখন তাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি পাওয়াই যাচ্ছে না। তবে এর কারণ একমাত্র শুভেন্দু এই ভিডিওটি নিয়ে অস্বস্তির মধ্যে ছিলেন। তবে তাঁর এবং দলের অস্বস্তি দূর করতে সেই ভিডিও মুছে দিয়েছে বিজেপি। বর্তমানে বিজেপিতে যাঁরা রয়েছেন মুকুল রায় থেকে শুরু করে শঙ্কুদেব পণ্ডা, শোভন চট্টোপাধ্যায়দের নারদার স্টিং ভিডিওতে দেখা গিয়েছিল টাকা নিতে। যাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি। তবে কেন সেই ভিডিও মুছে ফেলতে হল? এরথেকে এই প্রশ্নও উঠে এসেছে, বিজেপি যদি এই ভিডিও ডিলিট করে দেয় তবে বিচারাধীন মামলার কী হবে? তাহলে তাঁরা কি নির্দোষ হয়ে গেলেন? নির্বাচনের মুখে সিবিআই তদন্তের গতিও থমকে রয়েছে।