Delhi Gets Driverless Metro Train: চালকহীন মেট্রো ছুটল দিল্লিতে, উদ্বোধনে নরেন্দ্র মোদি

LatestLY Bangla 2020-12-29

Views 4

দিল্লি মেট্রোর “ম্যাজেন্টা লাইন”-এ দেশের প্রথম চালকহীন মেট্রো ট্রেন পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ড্রাইভারহীন ট্রেন পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে, যা একেবারেই সুরক্ষিত। দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনে (জনকপুরী পশ্চিম-বোটানিক্যাল গার্ডেন) চালকবিহীন ট্রেন পরিষেবা শুরুর পরে ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিঙ্ক লাইনে (মজলিস পার্ক-শিববিহার) চালকবিহীন ট্রেন পরিষেবা শুরু হবে বলে আশা করা হচ্ছে। ম্যাজেন্টা লাইনে জনকপুরী-বোটানিকাল গর্ডন করিডোরটিতে এই পরিষেবা চালু হওয়ার সাথে সাথে ৩৭ কিমি ব্যাসার্ধের মধ্যে দিল্লি-এনসিআরের যাত্রীরা তাদের সুবিধার্থে অত্যাধুনিক পরিষেবা ব্যবহার করতে পারবেন। \"ন্যাশনল কমন মোবিলিটি কার্ড\"-র সূচনা করলেন নরেন্দ্র মোদি, এটি একটি ইন্টার-অপারেবল ট্রান্সপোর্ট ফেসিলিটি সেটা ব্যবহারকারীদের ট্রাভেল, টোল ডিউটি, রিটেল শপিং এবং টাকা তোলা যাবে এই কার্ডের মধ্যে। সরকারি সূত্রে খবর, চালকহীন ট্রেনটি পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে চলবে এতে চালকের কোনওরকম ত্রুটির জেরে দূর্ঘটনার কোনও সম্ভাবনা থাকছে না।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS