“কুপুত্রের থেকে নিপুত্র ভাল।” আসন্ন বিধানসভা ভোটে নন্দীগ্রাম দেখবে মা ছেলের মুখোমুখি রাজনৈতিক লড়াই। হ্যাঁ “নন্দীগ্রামের মা” ফিরোজা বিবি এবার ছেলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধেই ভোটে দাঁড়াচ্ছেন। ছেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই সাঙ্গপাঙ্গরা গেরুয়া শিবিরের দিকে দৌড় দিয়েছে। তবে মা দিদির পাশেই রয়ে গিয়েছেন। নব্য দাদার অনুগামী হতে তাঁর মন সায় দেয়নি। দলত্যাগের পর পুত্রসম শুভেন্দু আর মা ফিরোজা বিবির সঙ্গে বার্তালাপ করেননি। এখন এনিয়ে আর কথা বাড়াতেই চান না তিনি। নন্দিগ্রামের ভোটের ময়দানে ছেলের প্রতিপক্ষ হয়েই লড়াইয়ে নামতে নিজেকে তৈরি করছেন নিজেকে। কথা প্রসঙ্গে বললেন, ‘‘মুখের আস্ফালন দেখিয়ে লাভ নেই। সম্মুখ সমরে দেখা হবে।’’শহিদের মা ফিরোজা বিবিকে একবাক্যে চেনে গোটা নন্দীগ্রাম। ২০০৭-এর ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার ঘটনাকে কেন্দ্র করে ১৪ জন আন্দোলনকারীর মৃত্যু হয়। সেই তালিকায় ছিলেন ফিরোজা বিবির পুত্র শেখ ইমদাদুল। পরে ২০০৯ সালে নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে ‘শহিদের মা’ হিসেবে তাঁকেই প্রার্থী করে দেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি।