রাজ্যের বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন রাজীব ব্যানার্জি (Rajib Banerjee)। মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফার চিঠি পাঠিয়েছেন তিনি। পদত্যাগপত্র গ্রহণ করার আর্জি জানান মুখ্যমন্ত্রীকে। অনেকদিন ধরে তিনি ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত ছিলেন। দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে আজ তিনি পদত্যাগ করলেন। বিজেপিতে যেতে পারেন তিনি, দাবি সংবাদমাধ্যম সূত্রের। তাঁর ইস্তফা নিয়ে প্রতিক্রিয়ায় সাংসদ সৌগত রায় সংবাদমাধ্যমকে জানান, জানাই ছিল রাজীব ব্যানার্জি ইস্তফা দেবেন। অনেকদিন ধরে ক্যাবিনেট বৈঠকে তিনি অনুপস্থিত ছিলেন। ওঁর মানভঞ্জনের চেষ্টা হয়েছিল, মন ভঞ্জিত হয়নি। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, ডোমজুড়ে তৃণমূল ১০ হাজার ভোটে জিতবে।