International Mother Language Day 2020: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর ২১\' র স্মরণে আপামর বাঙালি

LatestLY Bangla 2021-02-21

Views 26

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। বিশ্বজুড়ে পালন হয় ২১ শে ফেব্রুয়ারি। বাংলা মায়ের দামাল ছেলেদের লড়াইয়ের ফল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগকে মনে করায় আজকের এই দিন। তাদের লড়াইয়েই আমরা কারও চাপিয়ে দেওয়া ভাষায় নয় মাতৃভাষায় পরিচয় পেয়েছি। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি (21st February)আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। মহান ভাষা আন্দোলনের দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি প্রতিবছরই মর্যাদার সঙ্গে বাংলাদেশসহ (Bangladesh) বিশ্বের অনেক দেশে পালিত হয়ে আসছে। এমনকি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে পালিত হয় এই দিনটি। ২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করার আগে, দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে দাবি শোনা যায়।1

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS