LPG Price Hike: মাসে ৩ বার বাড়ল দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এবার আকাশছোঁয়া

LatestLY Bangla 2021-02-25

Views 3

ফেব্রুয়ারিতেই আরও মহার্ঘ্য রান্নার গ্যাস (LPG Price Hiked)। বুধবার মধ্যরাতে ফের বাড়ল এলপিজি-র দাম। আগের দফায় বেড়েছিল ৫০ টাকা, এবার তার সঙ্গে জুড়ল আরও ২৫ টাকা। প্রথমবারেও ২৫ টাকা বেড়েছিল। সবমিলিয়ে চলতি মাসেই ১০০ টাকা অতিরিক্ত মূল্যবৃদ্ধি হল রান্নার গ্যাসের। এদিকে জনসমর্থন ধরে রাখতে নিখরচায় গ্যাস সংযোগ দেওয়ার উজ্জ্বলা প্রকল্পের সাফল্যের কথা ঢাক-ঢোল পিটিয়ে বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী। এখন যদি সিলিন্ডার কিনতে গরিব মানুষ ৮০০ টাকা কোথায় পাবে? রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলি জানিয়েছে, ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর কমছে ৫ টাকা। হচ্ছে ১,৫৮৪ টাকা। অন্যদিকে আমজনতার দুশ্চিন্তা বাড়িয়ে ৮০০ টাকা ছাড়াল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS