আহারে, মন্ত্রী হয়েও বেচারার শান্তি নেই - Jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 1

বিকেল আনুমানিক ৪টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৃতীয় তলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পণ্যবাহী ট্রাক ধর্মঘট নিরসনে দুপুর ১২টা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌমন্ত্রী শাজাহান খান ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ম্যারাথন বৈঠক করেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ১২দফা দাবি নিয়ে সভায় তখনও পর্যন্ত সমাধানে না আসায় ও সংসদে যাওয়ার তাড়া থাকায় সভাকক্ষ থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসেন মসিউর রহমান রাঙ্গা।

ranga

বাইরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীরা সভার সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, দাবি দাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে আশা করছি, সমাধান হয়ে যাবে। সংসদে যেতে হবে তাই সভায় শেষ পর্যন্ত থাকতে পারছি না, আপনাদেরকেও সময় দিতে পারছি না । একথা বলে তিনি তড়িঘড়ি করে লিফটে নিচে নেমে যান।
www.jagonews24.com/international/news/199825/

এ সময় নিরাপত্তারক্ষী গাড়িবারান্দায় অপেক্ষারত গাড়ির দরজা খুলে দেন। যখনই তিনি গাড়িতে ঢুকতে যাবেন তখনই হন্তদন্ত হয়ে ফাইল বগলদাবা হাতে দৌঁড়ে এলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা। সেখানে দাঁড়িয়েই শুরু হলো স্বাক্ষর। কর্মকর্তা একের পর এক পাতা উল্টাচ্ছেন আর তিনি স্বাক্ষর করছেন। ফাঁকে একবার মোবাইল ফোনও রিসিভ করলেন। তাই দেখে সাংবাদিকরা বললেন, আহারে, মন্ত্রী হয়েও বেচারার শান্তি নেই।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS