দেশের অর্থনীতি বড় হওয়ার সঙ্গে সঙ্গে টাকাওয়ালা শৌখিন মানুষের সংখ্যাও বাড়ছে। এসব মানুষ সবকিছুতেই একটু আভিজাত্যের ছোঁয়া লাগাতে চান। আসছে কোরবানি ঈদের পশু নির্বাচনের ক্ষেত্রেও আভিজাত্যের এ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করেন মুসলমানরা। এজন্য সুস্থ-সবল পশু বেছে নেয়া হয়। ধর্মীয় বিধানে আছে, ‘আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের জন্য কোরবানির পশু হতে হবে প্রিয়, পছন্দনীয় এবং সুস্থ-সবল।’