‘প্রধানমন্ত্রীর নজরে আসতে মামলা করেন ব্যারিস্টার সুমন’ | Jagonews24.com

JagoNews24 2021-06-15

Views 2

সামাজিক, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন আমার বিরুদ্ধে এ মামলা করেছেন। এমনকি প্রধানমন্ত্রীর নজরে আসতে মামলা করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে করা মামলায় আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে এসব কথা বলেন মামলার আসামি সোনাগাজী মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। তবে তার এ বক্তব্যের বিরোধিতা করেন মামলার বাদী ব্যারিস্টার সুমন। তিনি বলেন, ‘সারা দেশের ওসিরা যেন নারীদের সম্মান করেন, এজন্য আমি মামলা করি।’

আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে ওসি মোয়াজ্জেম হোসেন অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, ‘এ মামলায় যে সাজা আমি এর চেয়ে বেশি পেয়ে গেছি। রংপুরে আমাকে যখন বদলি করা হয়, তখন রংপুরবাসী আমার বিরুদ্ধে জুতা মিছিল করে। আমার ছেলে এখন স্কুলে যেতে পারে না। আমার পরিবার এখন নিঃস্ব হয়ে গেছে। আমার চিন্তায় আমার মা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন। প্রিন্সিপাল সিরাজ-উদ-দৌলাকে গ্রেফতার করার জন্য নুসরাতসহ তিনজনের ভিডিও করি। এতে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি নির্দোষ। আমি আপনার (আদালত) কাছে ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

বিস্তারিত পড়তে ক্লিক করুন - https://www.jagonews24.com/law-courts/news/539687

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS