ইসলামপুর গ্রাম থেকে বনবিভাগ উদ্ধার করেছে ৬টি মেছো বিড়ালের বাচ্চা উদ্ধারের সময় এদের আনুমানিক বয়স ২০ দিন ছিল | এদের চোখ ফুটতেই জন্মের পর বেশ কিছু দিনের প্রয়োজন |মেছো বিড়ালের বাচ্চাদের জন্মের পর স্বাবলম্বী হতে ৪/৫ মাস সময় লাগে, সদ্য ভূমিষ্ট হওয়া ছোট ছোট ৬টি মেছো বিড়ালকে উদ্ধার করে | প্রাণী প্রেমী সোহেল শ্যামের কাছে বড় করে
তোলার জন্য দায়িত্ব দেয় মৌলভীবাজার বনবিভাগ |
সোহেল শ্যাম ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার খোকন সিংহ
এদেরকে বাঁচিয়ে রাখতে দিন রাত সেবা করে যাচ্ছেন |
এই দুধ শুধু বিড়াল জাতীয় প্রানীর জন্য যা তারা ঢাকা থেকে আনিয়েছেন |
একটি প্যাকেটে মাত্র ৩ দিন যায় ,একেকটি প্যাকেটের মুল্য ৬৫০ টাকা যা তারা নিজেরাই বহন করছেন |