বিজেপি দল ত‍্যাগ করে তৃনমূলে যোগদান করলেন। খিদিরপুর পূর্ব পাড়ার ১০৬ নং ওয়ার্ডে তৃনমুল পঞ্চায়েত সদস‍্য কাছের মানুষ ,কাজের মানুষ রতন রায়ের হাত ধরে

Views 8

বাংলার মুখ‍্যমন্ত্রী তথা মা মাটি মানুষের নেতৃ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি দল ত‍্যাগ করে তৃনমূলে যোগদান করলেন। খিদিরপুর পূর্ব পাড়ার ১০৬ নং ওয়ার্ডে তৃনমুল পঞ্চায়েত সদস‍্য কাছের মানুষ ,কাজের মানুষ রতন রায়ের হাত ধরে বিজেপি থেকে তিনশ জন পুরুষ সহ, মহাদেব মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সাতজন মহিলা বেথুয়াডহরি ১ নং অঞ্চল সভাপতি কমলেশ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে এই যোগদান করলেন। রতন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই কর্ম সুসম্পন্ন হয়।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS