স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জঙ্গলমহলে সতর্ক পুলিশ, মাইন নিরোধক ভ্যানে চড়ে তল্লাশি খয়েরপাহাড়ীতে।

Bankura24x7 2021-08-14

Views 9

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জঙ্গলমহলের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে মাইননিরোধক ভ্যান। এই বিশেষ ভ্যানে চড়েই চলছে পুলিশের চিরুনি তল্লাশি। রাত পোহালেই স্বাধীনতা দিবস।তার আগে আগাম সতর্ক জেলা পুলিশ। জেলার জঙ্গলমহলের একদা মাও অধ্যুষিত হিসেবে চিহ্ণিত থানার যে সব এলাকায় মাওবাদীরা অতি সক্রিয় ছিল,সেই সব এলাকা এবং বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া ঝাড়খন্ড রুটে বাড়তি নজর দারি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি জঙ্গলমহলের বিভিন্ন চেকপোস্টগুলিতেও চলছে নাকা চেকিং। এছাড়া মাইন নিরোধক ভ্যান নিয়ে সারেঙ্গার খয়েরপাহাড়ীতে তল্লাশিও চালানো হয় এদিন। এই তল্লাশিতে নেতৃত্ব দেন খাতড়ার মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি। সারেঙ্গার খয়েরপাহাড়ি চেক পোস্টে গাড়ী ও মোটর বাইক থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। স্বাধীনতা দিবসে বিশেষ সতর্কতা হিসেবেই এই তল্লাশি বলে জেলা পুলিশ সুত্রে জানা গেছে৷
তবে স্বস্তির খবর, দীর্ঘ কয়েক বছর ধরে জেলায় মাওবাদী নাশকতার কোন রেকর্ড নেই। তাই সেই অর্থে জঙ্গলমহলের বাসিন্দাদের অযথা আতঙ্কিত হওয়ার কোন কারন নেই তা বলাই বাহুল্য। এদিকে,জঙ্গলমহল জুড়ে স্বাধীনতা দিবসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও সুনিশ্চিত করতেই জেলা পুলিশের এই তৎপরতা বেড়েছে বলে জানা যাচ্ছে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS