কেমন যাবে আপনার নতুন বছর? ২০২১-এর শেষে আপাতত এই চিন্তায় মগ্ন প্রত্যেকে। ২০২২ সাল যাতে প্রত্যেকের জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসে, তার জন্য উপরওয়ালার কাছে করজোড়ে প্রার্থনা করছেন অনেকেই। ফলে নতুন বছর যাতে প্রত্যেককে হাসি, খুশি জীবন উপহার দেয়, এমন আশা নিয়ে বছর শেষ করবেন পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষ।1