রাজনৈতিক উদ্দেশ্যে রামনবমীর মিছিলে হামলা ও বোমাবাজির অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের,দাবী আক্রান্ত তিনিও।

Bankura24x7 2022-04-10

Views 366

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া শহরের মাচানতলায় রামনবমীর মিছিলে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই দুষ্কৃতিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।তার দাবী শোভাযাত্রার রুট বদলের জন্য বারবার চাপ দেওয়ার পাশাপাশি শোভাযাত্রায় ইচ্ছাকৃত পাথর ছুঁড়্ব হামলা চালানো হয়েছে। এমনকি বোমা ফাটানো হয় বলেও তিনি অভিযোগ তুলেছেন। পাশাপাশি তিনি বলেন এই ঘটনায় তার সওয়ারী গাড়ী এবং পাইলট কারেও ইটের আঘাত লেগেছে। কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। তিনি বলেন আসল দোষীদের ধরতে পুলিশ সি,সি টিভির ফুটেজ দেখুক এবং তাদের অবিলম্বে গ্রেপ্তার করুক। এভাবে রাজনৈতিক হামলা চালিয়ে রাম কে রোখা যাবেনা বলেও মন্তব্য করেন তিনি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS