কেকে অসুস্থ হয়ে পড়ার পর, তাঁকে দ্রুত কাছের কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হল না কেন? প্রথমে ওবেরয় গ্র্যান্ড হোটেল, তারপর সেখান থেকে CMRI’তে নিয়ে যাওয়া হল কেন? এই গোল্ডেন পিরিয়ড নষ্ট না হলে, কি কেকে’কে বাঁচানো যেত? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে।