কোভিড আতঙ্কের মাঝে হানা দিল নরোভাইরাস। এই ভাইরাসের জেরে কেরলে আক্রান্ত ২ জন। কেরলে যে ২ জনের শরীরে নরোভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তারা ২ জনেই শিশু। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, যে ২ শিশু নরোভাইরাসে আক্রান্ত, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।