উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণদের পাস করানোর দাবিতে পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়াল কসবায়। আজ সকালে অনুত্তীর্ণ পড়ুয়ারা কসবায় পথ অবরোধ করেন। তাঁদের দাবি, ভাল পরীক্ষা না দেওয়া সত্ত্বেও অনেককে পাস করানো হয়েছে। সেই সময় বাস বা গাড়ি থেকে নেমে যাত্রীরা অবরোধ হটাতে যান। এই নিয়ে দু’পক্ষে বচসা, হাতাহাতিও হয়। স্থানীয় বাসিন্দা ও বাস যাত্রীদের বাধার মুখে মিনিট কুড়ির মধ্যে অবরোধ উঠে যায়