Mahesh Jagannath yatra : ৬২৬ বছরে পা দিল হুগলির মাহেশে জগন্নাথের স্নানযাত্রা। Bangla News

ABP Ananda 2022-06-14

Views 68

৬২৬ বছরে পা দিল হুগলির মাহেশে জগন্নাথের স্নানযাত্রা। পুরীতে যেমন ১২ বছর অন্তর নব কলেবর হয়, মাহেশে বিগ্রহের কোনও পরিবর্তন করা হয় না। এতবছর ধরে একই বিগ্রহকে পুজো করা হচ্ছে। আজ সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয়। এইদিন বিগ্রহকে স্পর্শ করা যায়। করোনা আবহে যা গত ২ বছর বন্ধ ছিল। এবার সকাল থেকে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। দুপুর ১টা নাগাদ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে মন্দির সংলগ্ন মাঠে স্নানমঞ্চে। সেখানে দেড়মণ দুধ ও ২২ ঘড়া গঙ্গাজল দিয়ে স্নান করানো হবে বিগ্রহকে। প্রচলিত রীতি অনুযায়ী, এরপর জগন্নাথদেবের জ্বর হওয়ায় কয়েকদিন বন্ধ থাকবে মন্দির। রথযাত্রার ২ দিন আগে ফের মন্দির খোলা হবে। সেদিনই হবে নব কলেবর উত্সব

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS