"তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বদলি করা যাবে না সিটের সদস্যদের। নিয়োগ-দুর্নীতির ছাড়া আর কোনও মামলার তদন্ত করবে না সিট। এসিবির কলকাতা শাখার যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তদন্তে সিবিআইয়ের সিট। আশা করব সিবিআই লক্ষণীয় পদক্ষেপ করবে।'' প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিট গঠন করে তদন্তের নির্দেশ বিচারপতির।