Kolkata News: হঠাৎ বাড়িতে ফাটল, আতঙ্কে ফাঁকা করা হল ৮টি বাড়ি

ABP Ananda 2022-06-20

Views 82

কাশীপুরে রতনবাবু ঘাট সংলগ্ন ৮টি বাড়িতে ফাটল। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার থেকে বাড়িতে ফাটল (Crack) ধরতে শুরু করে। এরপর চন্দ্রকুমার রায় লেনে রাস্তার একটি বড় অংশ ধসে যায়। বিপদের আশঙ্কায় ৮টি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় স্কুলে। এদিন ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিকচন্দ্র মান্না। পরিদর্শনে যান পুরসভার ইঞ্জিনিয়াররা। মাটির নীচে সুড়ঙ্গে ফাটল ধরে গঙ্গার  (Ganga) জল ঢুকে ফাটল ধরেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুরসভা সূত্রে খবর, দিনসাতেক আগে গ্রিন ট্রাইব্যুনালের (Green Tribunal) নির্দেশে এই এলাকায় একটি নিকাশি বন্ধ করে দেওয়া হয়। তার জেরেই ফাটল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। 'ফাটলের কারণ এখনও জানা যায়নি। ওখানে একটা ড্রেনেজ সিস্টেম ছিল। গ্রিন ট্রাইব্যুনাল সেটা বন্ধ করে দিয়েছে। গঙ্গায় দূষিত জল ফেলা যাবে না। প্রেসার তৈরি হয়েই এই ফাটল হতে পারে', বলে জানালেন মেয়র পারিষদ তারক সিংহ (Tarak Singh)।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS