যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! যাদবপুর থানায় ওই অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রী। অভিযোগকারিণীর দাবি, গবেষণাপত্র নিয়ে আলোচনার অছিলায় তাঁকে নিজের কোয়ার্টারে ডেকে পাঠিয়েছিলেন ওই অধ্যাপক। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত চলাকালীন বিভাগের কোনও কাজের সঙ্গে তাঁকে যুক্ত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।