Local Train Cancel: শিয়ালদা ও দমদমের মধ্যে রেলব্রিজে কাজের জন্য শনি ও রবিবার বাতিল লোকাল ট্রেন I Bangla News

ABP Ananda 2022-07-02

Views 1

শিয়ালদা ও দমদমের মধ্যে রেলব্রিজের কাজের জন্য শনি ও রবিবার বাতিল লোকাল ট্রেন। আজ রাত সাড়ে ১১টা থেকে আগামীকাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিয়ালদা ও দমদমের মধ্যে চলবে না কোনও লোকাল। পূর্ব রেল সূত্রে খবর, বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল ট্রেন। ৬টি মেল এক্সপ্রেস দেরিতে চলবে। এগুলি হল, মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-শিয়ালদা দার্জিলিং মেল, আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বালিয়া-শিয়ালদা এক্সপ্রেস, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা পদাতিক এক্সপ্রেস ও শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS