জগদ্দলে শ্যুটআউট, জুটমিল শ্রমিকের মৃত্যু। ২৪ ঘণ্টার মধ্যে পাকড়াও মূল অভিযুক্ত করণ। করণ সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। "কাজের জন্য বেরিয়েছিল। হঠাৎ একটা আওয়াজ পাই বাইরে। তালা খুলে দেখি রক্তে গায়ে ছটফট করছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়।'' প্রতিক্রিয়া নিহতের বাবার।