‘পাবলিক অ্যাকাউন্টস কমিটির গরিমা নষ্ট করা হচ্ছে’,‘কপি না দেওয়ায় কোর্টে যাব’, ‘বৃহস্পতিবার পাঁচটা পর্যন্ত অপেক্ষা করব’, ‘কপি দিলেই কোর্টে যাব’কৃষ্ণ কল্যাণীকে পিএসি চেয়ারম্যান করায় প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর। ‘শুভেন্দু আদালতে যেতে ভালোবাসেন’, ‘আইন অনুযায়ী বিধানসভার অধ্যক্ষ পিএসি চেয়ারম্যান করেছেন’, ‘আদালতে গিয়ে লাভ হবে না শুভেন্দু অধিকারীর’, পাল্টা দাবি রায়গঞ্জের বিধায়ক ও পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর।