শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার বনগাঁর চন্দনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। বনগাঁর চন্দন বলে পরিচিত সুকান্ত ওরফে গোপাল মাহাতোর নামে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন চাকরিপ্রার্থীর বাবা। শিমুলতলার বাসিন্দা প্রশান্ত কুণ্ডুর অভিযোগ, তাঁর মাধ্যমিক পাস মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার নামে গতবছর ৬ লক্ষ টাকা নেন বনগাঁ হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী গোপাল মাহাতো। মুখ খুলতে চাননি অভিযুক্ত। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির কটাক্ষ, শুধু চাকরি পাইয়ে দেওয়া নয়, বদলির নামেও টাকা নিয়েছেন গোপাল মাহাতো। বিচারাধীন বিষয়, আদালত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য এড়িয়েছে তৃণমূল।