গুরুতর অসুস্থতা নেই বলে, সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে ফিরিয়ে দিল ভুবনেশ্বর AIIMS। একই দিনে কলকাতা হাইকোর্টে কার্যত ধাক্কা খেলেন পার্থ। পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করল না ভুবনেশ্বর এইমস। স্বাস্থ্য পরীক্ষার পরে পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দিচ্ছে এইমস। ‘কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন। বুকে ব্যথাও নেই, ওষুধ চালিয়ে যেতে হবে, ভর্তি করার প্রয়োজন নেই।হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়', জানিয়ে দিলেন এইমসের অধিকর্তা আশুতোষ বিশ্বাস।