স্কুলে নিয়োগ দুর্নীতিতে অদৃশ্য হাত। টাকা পৌঁছেছে সেই হাতেও। চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ED সূত্রে। অর্পিতার নামে ৭টি সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে। উল্লেখ রয়েছে ED-র সিজার লিস্টে। কিন্তু এসব বিষয়ে অর্পিতা প্রশ্নের উত্তর দিলেও, মন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন না বলে দাবি ED সূত্রে।