কয়লা পাচারকাণ্ডে ভিনরাজ্য থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল সিআইডি। হরিয়ানার একটি ফার্ম হাউসে অভিযান চালিয়ে সঞ্জয় মালিক নামে ওই ব্যবসায়ীকে পাকড়াও করা হয় বলে সূত্রের খবর। ৩ দিনের ট্রানজিট রিমান্ডে গতকাল কলকাতায় আনার পর ধৃত ব্যবসায়ীকে আজ আসানসোল আদালতে তোলা হয়। ১২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। কয়লা পাচারকাণ্ডে দিনকয়েক আগে বসিরহাটের কুখ্যাত পাচারকারী আব্দুল বারিক বিশ্বাসকে গ্রেফতার করে সিআইডি। তাকে জেরা করেই ব্যবসায়ী সঞ্জয় মালিকের হদিশ মেলে। খবর সিআইডি সূত্রে।