কীভাবে ঝাড়খণ্ডের বিধায়কদের সঙ্গে টাকার লেনদেন ? এবিপি আনন্দের হাতে ৪৯ লক্ষ লেনদেনের এক্সক্লুসিভ ফুটেজ । 'ঝাড়খণ্ডের ৩ বিধায়কের কাছে ৪৯ লক্ষ এসেছিল বিকানের বিল্ডিং থেকেই ! বাইকে চেপে একজন ব্যাগ নিয়ে আসেন লালবাজারের কাছে বিকানের বিল্ডিংয়ে । পরে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাইক চালক আসেন সদর স্ট্রিটের হোটেলে। বাইক চালকের সঙ্গে থাকা ব্যাগেই ছিল বিধায়কদের ৪৯ লক্ষ টাকা !' সদর স্ট্রিটের ওয়ালসন হোটেল, মহেন্দ্র আগরওয়ালের অফিসের বাইরের ফুটেজ। সিসি ফুটেজের সূত্র ধরে ঝাড়খণ্ডের নোটকাণ্ডের তদন্তে সিআইডি : সূত্র।