জীবনের ওঠাপড়া আমার গায়ে লাগে না। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে, দল তাঁকে সেন্সর করলেও থেমে থাকছেন না কুণাল ঘোষ। বলতে হলে পুরোটা বলুন। সারদার প্রসঙ্গ টেনে কুণালকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। অন্যদিকে, কুণাল ঘোষের বোরোলিন-বাক্যে রাজ্য রাজনীতিতে যেদিন নতুন মাত্রা যোগ করল, সেদিনই পার্থ চট্টোপাধ্যায়কে কার্যত নিশানা করলেন আরেক তৃণমূল নেতা ও বিধায়ক মদন মিত্র।