কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগে, রবিবার ছুটির দিনে পঞ্চায়েত অফিসে রাত পর্যন্ত কাজ। দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অবস্থা সরেজমিনে দেখতে আজ আলিপুরদুয়ারে কেন্দ্রীয় প্রতিনিধিদলের আসার কথা। তার আগে গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিসে কাজ চলছিল। তৃণমূল প্রধানের দাবি, প্রশাসনিক স্তরে নথিপত্র ঠিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণেই ছুটির দিনেও কাজ। কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি ঢাকার চেষ্টা তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির।