সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে তদন্তে ‘অসহযোগিতা’ অনুব্রতর! ‘আয়ের উৎস কী? কত টাকার সম্পত্তি?’ ‘মেয়ে কী করে? সংসার চলে কীভাবে?’ ‘গরুপাচার নিয়ে আপনি কী জানেন?’ ‘আপনার কাছে গরুপাচারের কোনও অভিযোগ এসেছিল?’একাধিক প্রশ্নে দ্বিতীয় দফায় অনুব্রতকে সিবিআইয়ের জেরা: সূত্র। ‘কীসের ব্যবসা রয়েছে অনুব্রতর?’ ‘তাঁর নামে কী কী কোম্পানি আছে?’ ‘অনুব্রতর আয়ের উৎস কী?’ তৃণমূলের জেলা সভাপতির কাছে জানতে চাইছে সিবিআই: সূত্র