"১৬ অগাস্ট থেকে আন্দোলন আবার শুরু হবে। খেলা হবে দিবস থেকে আবার খেলা হবে। আমাদের পরাধীন করে রেখে দিয়েছে। নতুন করে আরেকটা রাজনৈতিক লড়াই শুরু হবে। ব্যাডমিন্টন খেলতে খেলতেই ব্লকে ব্লকে মিছিল করুন। ট্রেডমিলে না হেঁটে, পার্কে না হেঁটে মিছিল করুন। দুপুর তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একতরফা মিছিল করুন। বিজেপি-সিপিএম-কংগ্রেস ভাইভাই, বাংলায় এদের ঠাঁই নাই।'' মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের