লক্ষ্য নিরন্নের মুখে খাবার তুলে দেওয়া। স্বাধীনতা দিবসের সকালে দার্জিলিং মোড়ের ঝুপড়ি এলাকায় খাদ্য-সামগ্রী বিলি করলেন রবিনহুড আর্মির সদস্যরা। রোহিনীর একটি বৃদ্ধাশ্রমেও চাল-ডাল-সয়াবিন বিলি করা হয়। অনেকের পাতে যখন খাবার পড়ে থাকে, তখন বহু মানুষের আজও খাবার জোটেনা! সেই সব নিরন্নের মুখে খাবার তুলে দেওয়াই লক্ষ্য রবিনহুড আর্মির!!