বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে অনুব্রত-ব্যবহৃত একাধিক গাড়ি। WB 54U 6666 নম্বরের ফোর্ড এন্ডেভার গাড়িটি প্রবীর মণ্ডলের নামে।অনুব্রতর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ফোর্ড এন্ডেভারের মালিক প্রবীর মণ্ডলের। ‘ঠিকাদারির টেন্ডার পেতে ৪৬ লক্ষ টাকার গাড়ি দিয়েছিলাম অনুব্রতকে’। ‘নগদ ৫ কোটি টাকাও দিয়েছিলাম অনুব্রত মণ্ডলকে’, ‘টেন্ডার না পেয়ে টাকা ফেরত চাইলে হুমকি দেন অনুব্রত’, ‘অনুব্রত হুমকি দিয়ে বলেন, গাঁজা কেস দিয়ে দেব’, ‘অনুব্রত হুমকি দিয়ে বলেন, গাড়িতে চাপবি, নাকি প্রাণে বাঁচবি?’