এবার মালদার ইংরেজবাজারে মদের আসরে শ্যুটআউট। গতকাল রাত ১০টা নাগাদ নঘরিয়া গ্রামে দুই বন্ধুর মধ্যে বচসার জেরে গুলি চলে। অভিযোগ, মণিরুল খানকে লক্ষ্য করে গুলি চালায় রকি শেখ। নাকে গুলি লাগে মণিরুলের। গুলিবিদ্ধ যুবক নার্সিংহোমে চিকিত্সাধীন। ইংরেজবাজার থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত রকি শেখ।