চীনের পাশে রাশিয়া ইরান। আমেরিকা যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট। ইমরান খান কী করবেন।

BD Views 2022-08-24

Views 13

চীনের পাশে রাশিয়া ইরান। আমেরিকা যাচ্ছেন ইরানি প্রেসিডেন্ট। ইমরান খান কী করবেন।

পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন। মঙ্গলবার রাত থেকেই চীনের জে-২০ ফাইটার জেট মহড়া শুরু করেছে। তারা একাধিক মিসাইল ছুড়েছে বলেও জানিয়েছে আলজাজিরা। মহড়া চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত।
মহড়ার স্থানগুলোর নাম রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে এর আগেই তাইওয়ান ছেড়েছেন পেলোসি। চীনের প্রকাশিত ম্যাপে দেখা গেছে তাইওয়ানের চারদিকেই চলবে মহড়া। বড় আকারের এই মহড়ায় বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে দ্বীপটি। বিস্তারিত ভিডিওতে

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS