Central Co-operative Bank : এবার তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ

ABP Ananda 2022-08-25

Views 5

শিক্ষা, স্বাস্থ্য, দমকলের পর রাজ্যে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় বিস্ফোরক অভিযোগ মামলাকারীদের। তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে তৃণমূল ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। অতিরিক্ত হলফনামায় উল্লেখ, সমবায়মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠের বোন, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো, ব্যাঙ্কের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতির ভাইপো, ব্যাঙ্কের তত্কালীন ভারপ্রাপ্ত সিইও প্রণয়কুমার চক্রবর্তীর ভাইপো-সহ ব্যাঙ্কের কর্তাব্যক্তিদের ঘনিষ্ঠ আত্মীয়রাও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে চাকরি পেয়েছেন। এরকম কারও নাম সুপারিশ করিনি, মিথ্যা অভিযোগ, দাবি সমবায়মন্ত্রীর। ৫২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও এখনও পর্যন্ত ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ। আবেদন না করে এবং মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকে চাকরি পেয়েছেন বলে মামলাকারীদের দাবি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS