২০২০ সালে তাঁর বানানো ‘করোনাসুর’ নেটমাধ্যমে সাড়া ফেলেছিল। ২০২১ সালে তিনি বানিয়েছিললেন ‘ডেল্টাসুর’। এ বছরের ভাবনা ‘ভাইরাসুর’।প্রতি বারই অসুর নিয়ে পরক্ষা নিরীক্ষা করেন ইন্দ্রজিৎ পাল। শিল্পী বিশ্বাস করেন আগামী বছর থেকে বিশ্বে আর করোনা থাকবে না। এ বছর তাঁর এই ভাবনা দিয়েই শেষ হচ্ছে অসুরবধের পালা। ভাইরাসুরকে বধ করবেন দেবী দুর্গা।