ফের চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

COMMON MAN 2022-11-10

Views 3

সরকারি শিক্ষক নিয়োগের মামলা ঘিরে একদিকে যখন সরগরম রাজ্য রাজনীতি। এই ইস্যুতে একদিকে যখন তৃনমূল পরিচালিত রাজ্য সরকারকে আক্রমন করছে বিরোধীরা। তখন এই পরিস্থিতিতে ফের একবার আগুনে ঘি ঢালল রায়গঞ্জ। চাকরি দেওয়ার নামে প্রায় ৬ লক্ষ টাকা আদায়ের অভিযোগ উঠল তৃনমূলের হিন্দি সেলের জেলা সভাপতি তথা প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক অরবিন্দ সিংহের বিরুদ্ধে। অভিযোগ আনলেন সংগঠনের ব্লক সম্পাদক। নাম মন্টু মাহাতো। তিনি এই ঘটনায় তৃনমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন। গৌরাঙ্গর নাম করেই এই টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ তার। এ বিষয়ে ইতিমধ্যেই তৃনমূলের জেলা ও রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব ও মন্ত্রী সত্যজিত বর্মনের কাছে অভিযোগ জানিয়েছেন। দল ব্যবস্থা না নিলে তিনি পুলিশে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন। মন্টু বাবুর অভিযোগ ঘটনা ২০২১ সালের। ঐ বছর তার এক নিকট আত্মীয়কে শিক্ষা দফতরে চাকরি দেওয়ার কথা বলে ৫ লক্ষ ৯০ হাজার টাকায় আদায় করা হয়। কিন্তু তারপর ১ বছর কেটে গেলেও চাকরি হয়নি। এদিকে এই ঘটনা ঘিরে শোরগোল পরে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে। একজন হিন্দি সেলের সভাপতি কি ভাবে এত টাকা চাকরির জন্য নিলেন? গৌরাঙ্গ চৌহান যিনি শিক্ষক সংগঠনকে নেতৃত্ব দিচ্ছে তার নাম সামনে আসায় রীতিমত শুরু হয়েছে সমালোচনা। অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। যদিও এখনও পর্যন্ত এব্যাপারে শীর্ষ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া মেলেনি। কিন্তু তার পরেও দল শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেবে তাও প্রশ্নের মুখে। এমনিতেই নিয়োগ দূর্নীতি ইস্যুতে ঘরে বাইরে চাপের মুখে তৃনমূল তার মধ্যে পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা। এখন কি হয় সেটাই দেখার।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS